নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা গ্যাজপ্রমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান।
মেরামত করার জন্য পাইপলাইনটি দিয়ে তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার সকাল ৫টায় পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। শীতে আসন্ন গ্যাস সংকট নিয়ে দুশ্চিন্তায় আছে ইউরোপ। নর্ড স্ট্রিম-১ পাইপলাইনে গ্যাস সরবরাহে সাময়িক বন্ধের খবরে দুশ্চিন্তা আরও বেড়ে যাওয়াই স্বাভাবিক।
সাম্প্রতিক মাসগুলিতে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ প্রত্যাশিত মাত্রার ৪০ শতাংশ কমে গেছে। গত জুলাইয়েও নির্ধারিত রক্ষণাবেক্ষণের জন্য পাইপলাইনটি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল।
গার্ডিয়ান জানিয়েছে, ইউক্রেন আক্রমণ করার পর থেকে, রাশিয়া বুলগেরিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে এবং অন্যান্য পাইপলাইনের মাধ্যমে প্রবাহ কমিয়ে দিয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা