রাশিয়ার সেনাদের দখল করে নেওয়া খেরসন অঞ্চল পুনরুদ্ধারে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। মঙ্গলবার চালানো এই হামলায় সফলতা দাবি করেছে ইউক্রেন।
খেরসনের আঞ্চলিক কাউন্সিলের উপপ্রধান ইউরি সবলেভস্কি বলেন, ইউক্রেনের সেনারা খেরসন, বেরিস্লাভ এবং কাখোভকা জেলায় সফলতা পেয়েছে। তবে এই সফলতা নিয়ে বিস্তারিত তথ্য জানাননি তিনি।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে। এরপর ইউক্রেনের কর্মকর্তারা সফলতা দাবি করলেন।
প্রাত্যহিক ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত দুই দিন ইউক্রেনীয় বাহিনী ব্যাপক সেনা ও অস্ত্র হারিয়েছে। ইউক্রেনের তিনটি হেলিকপ্টার ভূপাতিত এবং মিকোলিভ-ক্রিভি-রিহ ফ্রন্টলাইনে চারটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে রাশিয়া। তবে গার্ডিয়ান স্বতন্ত্রভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।
বিডিপ্রতিদিন/কবিরুল