রাশিয়ার ইজহেভস্ক শহরের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। হামলার পর হামলাকারী আত্মহত্যা করেছে বলে জানান তদন্তকারীরা। খবর বিবিসি, আল জাজিরা।
জানা গেছে, হামলাকারীর বয়স ৩৪ বছর, তাকে আর্তিয়ম কাজানসেভ নামে চিহ্নিত করা হয়েছে। রুশ তদন্তকারীদের দাবি হামলাকারী নাৎসিপন্থী। হামলার সময় সে নাৎসী প্রতীকবাহী কালো পোশাক পরেছিল।
তবে কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনো নিশ্চিত নয়। বন্দুকধারী হামলা চালানোর সময় স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী এবং ৮০ জন শিক্ষক ছিলেন।
উল্লেখ্য, ইজহেভস্ক শহরের একেবারে কেন্দ্রে ওই স্কুলটি অবস্থিত। ওই শহরের বাসিন্দা প্রায় সাড়ে ৬ লাখ। ওই অঞ্চলে আঞ্চলিক প্রধান আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত শোক ঘোষণা করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক