এজিয়ান সাগরের দ্বীপে জাহাজে মার্কিন সাজোয়া যান মোতায়েনের জেরে গ্রিসের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের কাছেও প্রতিবাদ জানিয়েছে আঙ্কারা।
আল জাজিরার খবরে বলা হয়েছে, তুরস্কের উপকূলের কাছে দুই এজিয়ান দ্বীপে গ্রিস সম্প্রতি মার্কিন সাজোয়া যান মোতায়েন করে। এর জেরে তুরস্কে নিয়োজিত গ্রিসের রাষ্ট্রদূতকে তলব করে আঙ্কারা।
তবে গ্রিস তুরস্কের দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে বলেছে, আঙ্কারা আক্রমণাত্মক আচরণ করছে।
গ্রিস ও তুরস্ক উভয়ই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। কয়েক দশক ধরে দেশ দুটোর মধ্যে ভূমধ্যসাগর, এজিয়ান সাগরে জ্বালানি অনুসন্ধান এবং সমুদ্র সীমা নিয়ে বিরোধ চলছে।
সম্প্রতি তুরস্কের নিরাপত্তা বাহিনী এজিয়ান সাগরের লেসবোস এবং সামোস দ্বীপে গ্রিসের কয়েকটি জাহাজে মার্কিন সাজোয়া যান থাকার ছবি প্রকাশ করে। এই ঘটনা দেশ দুটোর মধ্যে সর্বশেষ উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে ।
বিডিপ্রতিদিন/কবিরুল