ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার দখল করে নেওয়া চার অঞ্চলের গণভোট ‘বৈধ’ বলে দাবি করেছে মস্কো। ওই সব অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করতে গত শুক্রবার ভোট শুরু হয়।
রাশিয়ার গণমাধ্যমে দাবি করা হয়েছে, ভোটের হার ইতোমধ্যে ৫০ শতাংশ অতিক্রম করেছে। যদিও বিশেষজ্ঞরা দাবি করেছেন, ভোটের হার ৫০ শতাংশ অতিক্রমের দাবি ‘স্পষ্টই মিথ্যা’।
সংবাদমাধ্যম তাসের খবরে সোমবার বলা হয়েছে, দোনেতস্কে ভোটের হার ৮৬.৮৯ শতাংশ, লুহানস্কে ৮৩.৬১ শতাংশ, খেরসনে ৬৩.৫৮ শতাংশ এবং জাপোরিঝিয়ায় ৬৬.৪৩ শতাংশ। ভোট শেষ হবে মঙ্গলবার। ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো এই গণভোটকে ‘প্রতারণা’ বলে দাবি করেছে।
থিংকট্যাঙ্ক ‘ইনস্টিটিউ ফর দ্য স্টাডি অব ওয়্যার’ বলছে, অবাধ এবং নিরপেক্ষ কোথাও গণভোট হলেও ভোটের হার দাবি করার (৫০ শতাংশ) পরিমাণ থেকে অনেক কম হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল