গুপ্তচরবৃত্তির অভিযোগে মস্কোতে নিয়োজিত জাপানের দূতকে (কনসুল) আটকের পর জিজ্ঞাসাবাদ করে রাশিয়া। জাপান এই ঘটনার নিন্দা জানিয়েছে।
মঙ্গলবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োসিমাসা হায়াসি এই ঘটনা নিয়ে বলেন, আটকের পর রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা তাদের দূতকে ‘জবরদস্তিমূলক জিজ্ঞাসাবাদ’ করেছে। জাপান রাশিয়াকে ক্ষমা প্রর্থনার আহ্বানও জানিয়েছে।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, তাদের দূত মোতোকি তেতসুনোরি কোনোপ্রকার অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। তাকে কয়েক ঘণ্টা বন্দি রাখা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।
উল্লেখ্য, সোমবার রাশিয়া জাপানের কূটনীতিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে মস্কো ছাড়ার নির্দেশ প্রদান করা হয়।
এই ঘটনায় জাপান রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছে। অন্যথায় প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
বিডিপ্রতিদিন/কবিরুল