ভারতের প্রধানবিরোধ দল কংগ্রেস সভাপতি পদের লড়াই থেকে ছিটকে পড়েছেন আলোচিত নেতা অশোক গেহলট। রাজস্থানে ‘বিদ্রোহের’ জেরে এই পরিস্থিতির শিকার হন গেহলট।
জানা গেছে, গেহলট নাটকীয়ভাবে ছিটকে যাওয়ার পর কংগ্রেসের সভাপতি পদে এখন মল্লিকার্জুন খাড়গে ও দিগ্বিজয় সিংকে বিবেচনা করা হচ্ছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ নামের লংমার্চ কর্মসূচির মধ্যেই রাজস্থানে দলটিতে বিদ্রোহের ঘটনা ঘটে।
দলীয় বিদ্রোহে বিব্রতকর অবস্থায় পড়ে কংগ্রেস। রাজস্থানে দলীয় বিদ্রোহে কলকাঠি নাড়ার জন্য কংগ্রেস নেতৃত্ব গেহলটের ওপর অসন্তুষ্ট হয়েছে বলে জানা গেছে।
কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের পছন্দের ব্যক্তি ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ৭১ বছর বয়সী অশোক গেহলট। কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অস্বীকৃতি জানান। তার এমন অবস্থান কংগ্রেস নেতৃত্বকে হতাশ করেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/কালাম