মালয়েশিয়ার একজন প্রতিরক্ষা ঠিকাদার ভেনেজুয়েলায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। লিওনার্দো গ্লেন ফ্রান্সিস নামে এই ব্যক্তির ডাক নাম ফ্যাট লিওনার্ড।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার সাবেক এই ঠিকাদার যুক্তরাষ্ট্রের এক ডজন নৌবাহিনীর কর্মকর্তার সঙ্গে যোগসাজসে ঘুস নেওয়ার পরিকল্পনা করেন। গত ২১ সেপ্টেম্বর ভেনেজুয়েলার কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছিলেন।
আদালত সূত্রের বরাতে ভেনেজুয়েলার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফ্রান্সিস আদালতকে আশ্রয় পেতে আবেদনের ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি কিডনি ক্যান্সারে ভুগছেন বলেও জানিয়েছেন।
তবে এ বিষয়ে ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় কিংবা অ্যাটর্নি জেনারেল কোনো মন্তব্য করেনি। আইন অনুসারে, আশ্রয়ের আবেদন বিবেচনার বাধ্যবাধকতা রয়েছে ভেনেজুয়েলার।
গ্লেন ফ্রান্সিস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাড়ি থেকে গত ৪ সেপ্টেম্বর পালিয়ে যান। পরবর্তী সপ্তাহে দেশটির আদালতে তার বিরুদ্ধে ৩৫ মিলিয়ন ডলার ঘুস নেওয়ার মামলার রায় হওয়ার কথা ছিল।
খবর অনুসারে, যুক্তরাষ্ট্রের নৌ -কর্মকর্তাদের নারী, বিলাসবহুল ভ্রমণ, ব্যয়বহুল খাবার এবং অন্যান্য ঘুষ দেওয়ার তথ্য স্বীকার করেন ফ্রান্সিস। বিনিময়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ফ্রান্সিসের নিয়ন্ত্রণে ভেড়ানো হতো।
বিডিপ্রতিদিন/কবিরুল