সৌদি আরব বিশ্বের সর্ববৃহৎ মনুষ্যনির্মিত প্রবাল প্রাচীর উন্মোচন করতে যাচ্ছে। দেশটির সামুদ্রিক সেন্টারে এটি উদ্বোধন করা হবে।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, সৌদির এই প্রবাল প্রাচীরে দর্শণার্থীরা পানির নিচ দিয়ে হাঁটতে পারবেন। সাবমেরিনে লোহিত সাগরে বিরল প্রজাতির নল দ্বারা ডুব দিতে পারবেন।
১০ হাজার ৩৪০ বর্গ কিলোমিটারের এই প্রতিষ্ঠানটি তিন স্তরে গঠিত হয়েছে। একটা ভূমির ওপর এবং বাকি দুইটি পানির নিচে। এই প্রবাল প্রাচীরে দর্শনার্থীরা লোহিত সাগর এবং সমুদ্রের প্যানোরামিক দৃশ্য অবলোকন করতে পারবেন ।
বিডিপ্রতিদিন/কবিরুল