২৯ সেপ্টেম্বর, ২০২২ ০৪:৩১

প্রথমবার মানবাধিকার কমিশনে নারী প্রধান নিয়োগ দিল সৌদি

অনলাইন ডেস্ক

প্রথমবার মানবাধিকার কমিশনে নারী প্রধান নিয়োগ দিল সৌদি

হালা আল-তুওয়াইজরি

প্রথমবারের মতো সৌদি আরবের মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। 

দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ খবর দিয়েছে মিডলইস্ট মনিটর। এই নারী প্রধানের নাম হালা আল-তুওয়াইজরি।

খবরে বলা হয়েছে, হালা আল-তুওয়াইজরিকে নিয়োগের জন্য একটি রাজকীয় আদেশ জারি করেছেন  বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। তিনি মানবাধিকার কমিশনের বর্তমান প্রধান আওয়াদ বিন সালেহ আল-আওয়াদের স্থলাভিষিক্ত হবেন।

এর আগে ২০১৭ সালের জুন থেকে পারিবারিকবিষয়ক কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হালা আল-তুওয়াইজরি। 

মানবাধিকার কমিশনের দাবি, এটি একটি স্বাধীন সংস্থা। অর্থাৎ সংস্থাটি সরকারি প্রভাব থেকে মুক্ত।  অবশ্য প্রতিষ্ঠানের প্রধানকে নির্বাচিত করেন বাদশাহ। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর