লেবাননের জাতীয় সংসদ প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ বারের মতো ব্যর্থতার পরিচয় দিয়েছে। আগামী এক সপ্তাহ পর বর্তমান প্রেসিডেন্ট মিশেল আউনের ক্ষমতার মেয়াদ শেষ হবে। কিন্তু দেশটির সংসদ এখনো নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে সক্ষম হলো না।
গতকাল সোমবার লেবাননের জাতীয় সংসদে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে লেবাননের জাতীয় সংসদের ১২৮ সদস্যের মধ্যে ১১৪ জন উপস্থিত হন এবং কয়েকজন ওয়াক আউট করেন।
গতকালের ভোটাভুটিতে মিশেল মুআওয়াদের পক্ষে পড়ে ৩৯ ভোট, ১০টি ভোট পড়ে ইসাম খলিফার পক্ষে এবং ৫০টি খালি ভোট পড়ে।
লেবাননের সংবিধান অনুসারে কোন ব্যক্তিকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ৮৬টি ভোট অথবা সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেতে হবে।
এর আগে ২৯ সেপ্টেম্বর, ১৩ অক্টোবর এবং ২০ অক্টোবর তিন দফা ভোটাভুটিতে অংশ নেয় লেবাননের জাতীয় সংসদ। আগামী বৃহস্পতিবার সংসদ স্পিকার নাবি বেরি আবারও প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অধিবেশন ডেকেছেন। তিনি আশা করছেন, এরমধ্যে দীর্ঘদিনের বিতর্কের অবসান হবে।
লেবাননের সংবিধান অনুসারে, দেশটিতে খ্রিস্টান সম্প্রদায় থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন। বর্তমান প্রেসিডেন্ট মিশেল আউন ২০১৬ সালে ক্ষমতায় আসেন। ৪৫ বার প্রচেষ্টার পর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।
সূত্র: রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন