১ ডিসেম্বর, ২০২২ ১৯:৩৯

স্পেনের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন ঠিকানা থেকে পাঁচটি ‘লেটার বোমা’ উদ্ধার, নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক

স্পেনের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন ঠিকানা থেকে পাঁচটি ‘লেটার বোমা’ উদ্ধার, নিরাপত্তা জোরদার

স্পেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

স্পেনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা পঞ্চম একটি চিঠির খামের ভেতর থেকে বোমা (লেটার বোমা) উদ্ধার করেছে। দেশটির প্রধানমন্ত্রী এবং মাদ্রিদে অবস্থিত ইউক্রেন দূতাবাসের ঠিকানায় এই লেটার বোমা পাঠানোর পর স্পেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রাথমিক লক্ষণে জানা গেছে, চিঠি বোমাগুলো স্পেনের অভ্যন্তর থেকেই বিভিন্ন ঠিকানায় পাঠানো হয়েছে। দেশটির উপ স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন।

রাফায়েল পেরেজ নামে স্পেনের উপ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে তৈরি এসব যন্ত্রে দাহ্য পাউডার এবং ট্রিপওয়্যার ছিল যা তাৎক্ষণিকভাবে আকস্মিক আগুনের শিখা (বিস্ফোরণ নয়) উৎপন্ন করতে পারে।

স্পেনের এই মন্ত্রী জানান, গত বুধবার ইউক্রেনের দূতাবাসে পাঠানো একটি চিঠি বোমা বিস্ফোরণে একজন কর্মকর্তা আহত হন। অন্য তিনটি চিঠি বোমা নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিস্ফোরণ ঘটিয়েছেন এবং একটি বোমা রাখা হয়েছে তদন্তের জন্য। এসব ঘটনার পর সরকারি ভবনগুলোতে পোস্টালে পাঠানো জিনিসগুলো ভালোভাবে পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর