ইউক্রেনের এয়ারফোর্স কমান্ড বলেছে, রাশিয়ার ছোড়া ৭১টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬১টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর আগে শুক্রবার ইউক্রেনজুড়ে রাশিয়ার সম্ভাব্য আক্রমণের সাইরেন বাজানো হয়।
ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, শত্রুরা আটটি টিইউ-৯৫এমএস কৌশলগত বোমারু বিমান ব্যবহার করে আকাশ থেকে কেএইচ-১০১ এবং কেএইচ-৫৫৫ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এছাড়া কৃষ্ণ সাগরে জাহাজ থেকে ক্যালিবার টাইপ সমুদ্র-ভিত্তিক ক্রুজ মিসাইল দিয়েও আক্রমণ করে।
ইউক্রেনের সামরিক বাহিনী আরও বলেছে, রাশিয়া প্রায় ৩৫টি এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিজঝিয়া এবং উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপ করার জন্য নকশা করা হয়েছে। কিন্তু রাশিয়া ভূমিতে আঘাত হানতে এটা ব্যবহার করেছে।
ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার রাতে ইরানের তৈরি পাঁচটি শাহেদ ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে।
এদিকে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেছেন, রাশিয়া এবং ন্যাটোর মধ্যে যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে। তবে উভয় পক্ষের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক এই মুহূর্তে প্রশ্নাতীত। গত বছর রাশিয়া ইউক্রেনে আক্রমণের সিদ্ধান্ত নিলে মস্কো এবং মার্কিন নেতৃত্বাধীন আটলান্টিক জোটের মধ্যে সম্পর্ক শীতল যুদ্ধ-পরবর্তী নিম্ন র্যায়ে নামে। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল