তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। গত সোমবার দুই দেশে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। আজ শনিবারও তুরস্কের গাজিআন্তেপে আরও একটি ৪.৫ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এরমধ্যে তুরস্কে মারা গেছে ২০ হাজার ৬৬৫ জন এবং সিরিয়ায় মারা গেছে ৩ হাজার ৫৫৩ জন।
ভূমিকম্পের পর থেকে গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন দেশ দুইটির লাখ লাখ মানুষ। অনেকে আছেন খাদ্য, পানি ও ওষুধ সঙ্কটে।
ভূমিকম্পের পাঁচদিন পরও তুরস্কের বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে জীবিত উদ্ধার করার খবর পাওয়া যাচ্ছে। এখনো নিখোঁজ স্বজনদের খোঁজ পাওয়ার আশায় উদ্ধারকারী দলের আশপাশে ভিড় জমাচ্ছেন অনেকে।
সোমবারের ভূমিকম্পে সিরিয়ায় ৬ হাজারের বেশি ঘরবাড়ি ভেঙে পড়েছে। এই ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য অপরিকল্পিত নগরায়ণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আর উদ্ধারকাজে ধীরগতির জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রশাসনকে দায়ী করছে তুরস্কের বিরোধীরা।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল