ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি মাসের শুরুতে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত একটি তেল ট্যাংকারে হামলার জন্য চিরশত্রু ইরানকে অভিযুক্ত করেছেন। রবিবার নেতানিয়াহু তার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের শুরুতে বলেন, ‘ইরানের ফ্রন্টে আমাদের লড়াই নিরন্তর, কারণ ইরানের আগ্রাসন লাগামহীন।’
নেতানিয়াহু অভিযোগ করে বলেন, গত সপ্তাহে ইরান আবারও উপসাগরীয় অঞ্চলে একটি তেলের ট্যাংকার আক্রমণ করেছে এবং নৌ চলাচলের আন্তর্জাতিক স্বাধীনতায় আঘাত করেছে।
গত ১০ ফেব্রুয়ারি ভারত ও ওমানের উপকূল থেকে প্রায় ৩০০ নটিক্যাল মাইল দূরে আরব সাগরে থাকাকালীন একটি লাইবেরিয়ান-পতাকাবাহী পণ্যবাহী ট্যাংকার বায়ুবাহিত বস্তুদ্বারা আঘাতপ্রাপ্ত হয়। এতে জাহাজের সামান্য ক্ষতি হয়। তবে সম্পূর্ণ জাহাজ এবং এতে থাকা ক্রু সদস্যরা নিরাপদে ছিলেন। জাহাজটি পরিচালনা করতো গ্রিক কোম্পানি এলেটসন। কোম্পানির একজন মুখপাত্র বলেন, ইহুদি নৌ কোম্পানির সঙ্গে জাহাজ ‘ক্যাম্পস স্কয়ার’এর সংযোগ ছিল। তবে এই আক্রমণ নিয়ে ইরান কোনো মন্তব্য করেনি।
বছরের পর বছর ধরে ইরান ইসরায়েলের সাথে ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে। তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে ধারাবাহিক নাশকতামূলক হামলা এবং দেশের বিজ্ঞানীদের হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েল রয়েছে বলে অভিযোগ করেছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের জন্য তেহরানের ‘আত্মঘাতী ড্রোন’সহ পারমাণবিক কর্মসূচি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে পশ্চিমাদের সাথেও ইরানের বিরোধ রয়েছে। ইরানের মধ্য অঞ্চল ইস্ফাহান প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সাইটে জানুয়ারিতে ড্রোন হামলার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে তেহরান। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল