কক্সবাজারের মহেশখালীতে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে উপজেলার কালারমারছড়া বাজারের দক্ষিণে বাঁশডোয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার হয়। এর আগে শনিবার রাতে একই এলাকায় তার একটি চিংড়ির ঘেরে হামলা করে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
নিহত ওই ব্যবসায়ীর নাম তোফায়েল আহমেদ। তার বাবা ছিদ্দিক আহমেদ। তাকে খুনের পাশাপাশি হামলা চালিয়ে তার চিংড়ি ঘেরের মাছও লুটপাটের অভিযোগ উঠেছে।
নিহতের বড় ভাই সরওয়ার আজম ছিদ্দিকী জানিয়েছেন, শনিবার রাতে স্থানীয় কিছু দুর্বৃত্ত তোফায়েলের চিংড়ি ঘেরে হামলা চালায়। এ সময় চিংড়ি ঘেরে নিয়োজিত শ্রমিকদের মারধর করে কয়েক লাখ টাকার মাছ লুট করে। একপর্যায়ে তার ভাই তোফায়েলকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে তোফায়েলকে হত্যা করা হয়েছে। পরে ভোরে লাশ ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। তিনি এজন্য পাহাড়ে অবস্থানরত বিগত সরকারের একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনীকে দায়ী করছেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে এলাকায় অভিযান চলছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।