এবার ‘গোল্ডেন ভিসা’ প্রকল্প বন্ধ করে দিল পর্তুগাল সরকার। আবাসনসংকটের কারণে এই ঘোষণা দিয়েছে পর্তুগিজ প্রশাসন।
২০১২ সালে ইউরোপের দেশটিতে গোল্ডেন ভিসা প্রকল্প চালু হয়েছিল। এই প্যাকেজে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) নয় এমন দেশের নাগরিকরা পর্তুগালে আবাসন খাতসহ অন্যান্য খাতে বিনিয়োগ করলে তাকে ইইউ পাসপোর্ট দেওয়া হতো।
এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় ৩০ হাজার বিদেশি নাগরিককে পর্তুগালে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।
করোনা, ইউক্রেন যুদ্ধের মতো নানা সংকটের কারণে পর্তুগালে বাড়িভাড়া ও দাম দিনকে দিন আকাশছোঁয়া পর্যায়ে ঠেকছে। পর্তুগিজদের আয়ও কমেছে সমানতালে। অর্ধেকেরও বেশি কর্মী মাসে এক হাজার ইউরোরও কম উপার্জন করেছেন। বিপরীতে পর্তুগালের রাজধানী লিসবনে বাড়িভাড়া বেড়েছে ৩৭ শতাংশ।
এই পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা ৯০ কোটি ইউরো তহবিল ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ‘বাসাভাড়া বৃদ্ধির লাগাম টানার জন্য একটি ব্যবস্থা চালু করা হবে। সেটি হচ্ছে, পর্যটন বাড়িগুলোকে যারা ভাড়া দেওয়ার জন্য ব্যবহার করবেন, সেসব বাড়ির মালিকদের ট্যাক্স প্রণোদনা দেবে সরকার।’
বিডি প্রতিদিন/নাজমুল