হঠাৎ করেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আস্তানায় হাজির মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের রুশ আগ্রাসনের বর্ষপূর্তির ঠিক আগমুহূর্তে বাইডেনের এই সফর নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
খোদ মার্কিন মুলুকেই সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। অনেকেই বলছেন, বাইডেনের এই সফর পুরোপুরি রাজনৈতি ফায়দামূলক। কারো মতে, নিজের দেশের বদলে ইউক্রেনকেই বেশি প্রাধান্য দিয়েছেন বাইডেন।
রিপালিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলে অভিযোগ করে বলেছেন, ‘আমেরিকনরা (বাইডেনের) প্রাধান্যের পাদদেশে। বাইডেন পরিবেশগত সঙ্কটে থাকা ওহিও’র ইস্ট প্যালেস্টাইনে না গিয়ে গেলেন ইউক্রেনে।’
যদিও বাইডেনের দল ডেমোক্র্যাটরা এই সফরকে তার নেতৃত্বের উজ্জ্বল দিক হিসেবেই দেখছেন।
এদিকে আরেক কংগ্রেসম্যান মারজোরি টেইলর গ্রিন বলেছেন, ‘এখন আমাদের প্রেসিডেন্ট জো বাইডেনেরই সময়। আমেরিকার মানুষকে বাদ দিয়ে তিনি ইউক্রেনকে বেছে নিয়েছেন। তিনি ইউক্রেন সরকার ও যুদ্ধের জন্য ব্যয় করছেন।’
আরেক আইনপ্রণেতা ম্যাট গেতজ বলেছেন, ‘যখন ওহিও বিষাক্ত রাসায়নিকে পুড়ছে, তখন বাইডেন প্রশাসন বলছে সবকিছু ভালোই চলছে! সুতরাং এটা প্রেসিডেন্টের সময়। আমি আমেরিকাকে বাদ দিয়ে বাইডেনের ইউক্রেন সফরে মোটেও অবাক হইনি।’
সোমবারের সফরে ইউক্রেনের জন্য আরও অতিরিক্ত ৫০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছেন বাইডেন।
বিডি প্রতিদিন/নাজমুল