৩০ মার্চ, ২০২৩ ২০:৫৯

‘ইসরায়েলের কাছে এক ইঞ্চি ফিলিস্তিনি ভূমিও ছাড়া হবে না’

অনলাইন ডেস্ক

‘ইসরায়েলের কাছে এক ইঞ্চি ফিলিস্তিনি ভূমিও ছাড়া হবে না’

ছবি পার্সটুডের।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনে হামাস অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, ইসরায়েলের কাছে এক ইঞ্চি ভূমিও ছাড়া হবে না। সংগঠনটি আরো বলেছে, দখলদার ইসরায়েলি সরকারের হাত থেকে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করাই তাদের মূল লক্ষ্য।

গতকাল বুধবার এক বিবৃতিতে হামাস বলেছে, জাতীয় সংহতি প্রতিষ্ঠা এবং পূর্ণাঙ্গ প্রতিরোধই ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা ও মাতৃভূমি পুনরুদ্ধারের একমাত্র উপায়।

ফিলিস্তিনের ৪৭তম ভূমি দিবসের বার্ষিকী উপলক্ষে এই বিবৃতি প্রকাশ করা হয়। ১৯৭৬ সালের পর থেকে ৩০ মার্চ ফিলিস্তিনিরা দিবসটি পালন করে আসছে। ১৯৭৬ সালের এই দিনে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের প্রতিবাদ করায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী ছয় ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করে।

দিবসটি শুধুমাত্র ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসরত জনগণই পালন করে না বরং সারাবিশ্বে বসবাসরত ফিলিস্তিনিরা বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে আসছে। সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর