৩০ মার্চ, ২০২৩ ২১:০৭

ভারতে পূজা দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে নিহত ১২

অনলাইন ডেস্ক

ভারতে পূজা দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে নিহত ১২

সংগৃহীত ছবি

ভারতে পূজা দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে ৫০ ফুট নিচে পড়ে ১২ জন নিহত হয়েছেন। রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার সকালে দেশটির মধ্যপ্রদেশের ইন্দোরে শ্রী বালেশ্বর মহাদেব মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পূণ্যার্থীধের অতিরিক্ত ভিড়ে বালেশ্বর মহাদেব মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার এক ভিডিওতে দেখা গেছে, আহতদের রশি ও মই বেয়ে কুয়া থেকে তোলা হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, আহতদের উদ্ধারে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি একটি অনাকাঙ্খিত দুর্ঘটনা, তবে উদ্ধার তৎপড়তা চলছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় বলেছেন, ‘এ ঘটনায় তিনি অত্যন্ত শোকাহত। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। রাজ্য সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার প্রার্থনা রইল।’

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর