১ এপ্রিল, ২০২৩ ১৪:০৬

রাশিয়াকে যে হুঁশিয়ারি দিলেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক

রাশিয়াকে যে হুঁশিয়ারি দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে জবাদিহিতার মুখোমুখি দাঁড় করানো হবে।

জেলেনস্কি বলেছেন, ‌‘রাশিয়ার সব হত্যাকারীদের ন্যায় বিচারের মুখোমুখি করা হবে। শতভাগভাবেই করা হবে। আমরা এটার নিশ্চয়তা দিচ্ছি। আমরা এর উপায় খুঁজে বের করব।’

বুচা ‘গণহত্যা’র বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে জেলেনস্কি একথা বলেন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আমি বুচার হত্যাকাণ্ডের বিচার করতে সবকিছু করবো। সব রাশিয়ান হত্যাকারী, সন্ত্রাসীদের সব অপরাধের বিচার করতে চাই আমরা।

ইউক্রেনের দাবি, বুচার আশপাশের এলাকায় ১৪ শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা করেছে রাশিয়ান সেনারা।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর