তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্র সফর করছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে তিনি বৈঠক করবেন বলে খবর বেরিয়েছে।
মার্কিন হাউস স্পিকার ম্যাকার্থি নিশ্চিত করেছেন যে, চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় তিনি সাই ইন-ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
যদিও চীন বিষয়টি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বেইজিং ‘পাল্টা পদক্ষেপ’ নেওয়া হবে বলে সতর্ক করেছে।গত বছর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেছিলেন। সে সময়ও বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল। তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালিয়েছিল চীন। দেশটি আবারও বড় ধরনের মহড়া চালানোর পরিকল্পনা করছে বলে সম্প্রতি তাইওয়ানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছিলেন। সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল