৪ এপ্রিল, ২০২৩ ১৫:২৩

আরও কিছু দেশ তেলের উত্তোলন কমাতে পারে : রাশিয়া

অনলাইন ডেস্ক

আরও কিছু দেশ তেলের উত্তোলন কমাতে পারে : রাশিয়া

ফাইল ছবি

ওপেক প্লাসের আরও কয়েকটি সদস্য দেশ তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে যুক্ত হতে পারে জানিয়েছে রাশিয়া। 

গতকাল সোমবার এই সতর্কতা জানিয়েছেন রুশ উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। 

এর আগে রবিবার শেষ বেলায় ওপেক প্লাসের কয়েকটি দেশ স্বেচ্ছায় তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয়।

এ ঘোষণায় এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম শতকরা ৬ থেকে ৮ ভাগ বেড়ে গেছে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেল এখন ৮০ ডলারের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। কোনো কোনো অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ ডলার ছাড়িয়েছে।

যেসব দেশ তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে তার মধ্যে রয়েছে রাশিয়া, সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং আলজেরিয়া। এসব দেশ আগামী মে মাস থেকে প্রতিদিন মোট ১৬ লাখ ৬০ হাজার ব্যারেল তেল কম উৎপাদন করবে। 

এর আগে গত নভেম্বর মাস থেকে ওপেক প্লাস ২০ লাখ ব্যারেল তেলের উৎপাদন কমিয়েছিল। এছাড়া রাশিয়ার তেলের সর্বোচ্চ দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার বেঁধে দেয়ার পর মস্কো তেলের উৎপাদন কমিয়ে দেয়। তাতে সবকিছু মিলিয়ে আগামী মে মাস থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন ৩৬ লাখ ৭০ হাজার ব্যারেল তেল কম সরবরাহ হবে। ২০২৩ সালের শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে বলে ওপেক প্লাস ঘোষণা করেছে। এতে আশঙ্কা করা হচ্ছে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাবে।

রাশিয়ার উপ প্রধানমন্ত্রী বলেন, ওপেক প্লাসের আরও বেশ কিছু দেশ রয়েছে যারা স্বেচ্ছায় তাদের তেলের উত্তোলন কমাতে পারে। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল করার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে নোভাক দাবি করেন।

সূত্র : তাস।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর