৮ এপ্রিল, ২০২৩ ১০:১৩

ফের ‘আন্ডারওয়াটার ড্রোন’ পরীক্ষা চালানোর দাবি উত্তর কোরিয়ার

অনলাইন ডেস্ক

ফের ‘আন্ডারওয়াটার ড্রোন’ পরীক্ষা চালানোর দাবি উত্তর কোরিয়ার

পরীক্ষাকৃত ওয়্যারহেড পানির নিচে যথাযথভাবে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে

উত্তর কোরিয়া পুনরায় ‘আন্ডারওয়াটার ড্রোন’ পরীক্ষা চালানোর দাবি করেছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাবে দেশটি এই পরীক্ষা চালিয়েছে বলে খবরে বলা হয়েছে। 

এর আগে গত ২৪ মার্চ প্রথমবারের মতো আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ওই সময় উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমে বলা হয়, সাগরে ‘রেডিওঅ্যাকটিভ সুনামি’ ছড়িয়ে শক্রপক্ষের জাহাজ ও বন্দর ধ্বংস করার ক্ষমতাসম্পন্ন পরমাণু বোমাবাহী ড্রোনের পরীক্ষা চালানো হয়েছে।

সর্বশেষ পরীক্ষার বিষয়ে বলা হয়েছে, জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ৪ এপ্রিল থেকে ৭ এপ্রিল এই কৌশলগত অস্ত্রের মহড়া চালিয়েছে। খবর অনুসারে, আন্ডারওয়টার নিউক্লিয়ার অ্যাটাক ড্রোন হেইল-২ পানির নিচে ১ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এটা সেখানে ৭১ ঘণ্টা ৬ মিনিট ছিল।

কেসিএনের খবরে বলা হয়েছে, পরীক্ষাকৃত ওয়্যারহেড পানির নিচে যথাযথভাবে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে। এই অস্ত্র তার মারাত্মক আক্রমণ ক্ষমতার বিশ্বাসযোগ্যতার প্রমাণ রেখেছে। 

তবে বিশ্লেষকরা প্রশ্ন রেখেছেন, পিয়ংইয়ংয়ের আদৌ এই ধরনের অস্ত্র আছে কিনা। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর