যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে রুখতে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন আরও আগ্রাসী ও বাস্তব আচরণ করার আহ্বান জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় সামরিক কমিশনের সাথে বৈঠকে কিম এই আহ্বান জানান। সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের উস্কানি ও পুতুল-বিশ্বাসঘাতক দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রতিরোধ গড়তে আরও আগ্রাসী হওয়ার আহ্বান জানিয়েছেন কিম।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক সামরিক মহড়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কিম। তিনি এসময় শক্তিশালী বাস্তব অ্যাকশন নেওয়ার আহ্বান জানিয়েছে।এসময় যুদ্ধের প্রস্তুতি আরও বাড়ানোর আদেশও দিয়েছেন কিম। সামরিক কাজের গতিও বাড়াতে বলেছেন তিনি।
সাম্প্রতিক সময়ে সাগর ও আকাশ পথে বার্ষিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়াও সাম্প্রতিক সপ্তাহগুলো বেশকিছু সামরিক কার্যক্রম পরিচালনা করেছে। বেশ কয়েকটি নতুন ও ছোট পরমাণু অস্ত্রও উন্মোচন করেছে পিয়ংইয়ং। পানির নীচ থেকে পরমাণু আক্রমণে সক্ষম ড্রোনের পরীক্ষাও চালিয়েছে কিমের দেশ।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল