৪ মে, ২০২৩ ২০:০৩

পুতিনকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দেখতে চান জেলেনস্কি

অনলাইন ডেস্ক

পুতিনকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দেখতে চান জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক আদালতে বক্তব্য রাখেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাজা হওয়া উচিত।

জেলেনস্কি বুধবার রাতে নেদারল্যান্ডস সফরে যান। সেখানে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে বক্তব্য দেন তিনি। এই বক্তব্যে পুতিনের বিচার করতে জেলেনস্কি নতুন একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আহ্বান জানান। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন,‘আমরা অবশ্যই ভ্লাদিমির পুতিনকে হেগে দেখতে চাই।’ ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি নিশ্চিত পুতিনকে আমরা এখানে (হেগের আদালতে) দেখতে পাব। এটা তখন হবে যখন আমরা যুদ্ধে বিজয়ী হবো। 

ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জন্য জেলেনস্কি ধন্যবাদ জানান এবং বলেন, যুদ্ধ অস্ত্রের শক্তিতেই জয় করা যায়। তিনি বলেন, ইউক্রেনে সংঘাত এমন একটি যুদ্ধ যা আমরা চাইনি। এটি এমন এক যুদ্ধ যেটি শেষ করতে হবে এবং আমরা সেটা করব। সূত্র: সিএনএন

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর