ভ্লাদিমির পুতিনের কর্তৃত্বের জন্য ওয়াগনারের বিদ্রোহ ছিল নজিরবিহীন চ্যালেঞ্জ। রুশ প্রেসিডেন্ট এই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার পুতিন ইতোমধ্যে যা ঘটেছে তা তার এবং রাশিয়ার বিজয় হিসেবে দেখাতে চেয়েছেন। এদিন তার পাশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেখা গেছে।
ক্রেমলিনের ক্যাথেড্রল স্কয়ারে ২৫শ সেনা এবং পুলিশ কর্মকর্তাদের মাঝে বক্তব্য দেন প্রেসিডেন্ট পুতিন। বিশ্বস্ত থাকার জন্য এবং বিদ্রোহ প্রতিরোধের জন্য ধন্যবাদ প্রদান করেন তিনি।
পুতিন সেনা এবং পুলিশ কর্মকর্তাদেরকে সংবিধান রক্ষা, জীবন এবং রাশিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশংসা করেন। তবে বিদ্রোহ থামাতে ওয়াগনারের সঙ্গে তার কী চুক্তি হয়েছে, পুতিন সেটা প্রকাশ করেননি। বিবিসির খবর অনুসারে, পুতিন বলতে চেয়েছেন, আমার সঙ্গে থাক অন্যথায় ব্যাপক ক্ষতি হবে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বেলারুশে এসেছেন একটি বিমানে। তিনি ওয়াগনারের কাছ থেকে ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা শুনবেন। ওয়াগনার প্রধান নিজের সংগঠনের অর্থে থাকছেন বলেও জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট।
বিডিপ্রতিদিন/কবিরুল