গত মঙ্গলবার দেশটির রাজধানী প্যারিসের শহরতলির একটি তল্লাশিচৌকিতে ১৭ বছর বয়সী নেহাল নামের এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এর জেরে দেশজুড়ে সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু এলাকায় কারফিউ জারি ও যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মন্ত্রীসভার জরুরি বৈঠক আহ্বান করেছেন। বৈঠক শেষে প্রেসিডেন্ট ম্যাক্রন অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের দাঙ্গা থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন।
ম্যাক্রন বলেন, ‘সহিংসতায় যারা অংশ নিচ্ছে তাদের মধ্যে অনেক শিশু আছে। এসব শিশুরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মগজ ধোলাইয়ের শিকার হচ্ছে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমকে ‘প্রমত্ত’ হিসেবেও মন্তব্য করেছেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল