উত্তেজনা বাড়িয়ে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এবার কোরীয় উপদ্বীপের পশ্চিমে সাগরের দিকে ‘বেশ কিছু’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এমনটাই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। খবর আল-জাজিরার।
শনিবার সকালে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৪টার পর থেকে ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় বলে মনে করা হচ্ছে। এর আগে, বুধবার সর্বশেষ দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল দেশটি।
বুধবার দক্ষিণ কোরিয়ায় বিরল এক সফরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রে সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী একটি সাবমেরিন হাজির হওয়ার কয়েক ঘণ্টা পর ওই দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া।
পরদিন বৃহস্পতিবার এক হুমকিতে পিয়ংইয়ং বলেছে, যুক্তরাষ্ট্র যদি দক্ষিণ কোরিয়ায় কোনো বিমানবাহী রণতরী, বোমারু বা ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করে, তাহলে তা তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের শর্ত পূরণ করবে। তার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং উনের দেশ।
বিডি-প্রতিদিন/শফিক