করোনা জরুরি অবস্থার ইতি টেনেছে ফিলিপাইন। শনিবার দেশটির প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র এই ঘোষণা দেন।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি ২০২০ সালের মার্চ মাস থেকে করোনা জরুরি অবস্থার আওতায় ছিল।
তবে করোনার ভবিষ্যত সংক্রমণ যাতে ভয়াবহ না হয়ে ওঠে সেদিকেও লক্ষ্য রাখার কথা জানিয়েছে ফিলিপাইন কর্তৃপক্ষ।
করোনা ফিলিপাইনে আর স্বাস্থ্য জরুরি অবস্থার পর্যায়ে না থাকলেও সবাইকে সতর্কতার সাথে চলা ফেরা করার অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল