রাশিয়া ইউক্রেনের যে ভূখণ্ডের দখল নিয়েছিল তার প্রায় অর্ধেকটা আবারো নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় রবিবার এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যন্টনি ব্লিনকেন।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ব্লিনকেন বলেন, ‘দখল হওয়া ৫০ শতাংশ ভূমি এরই মধ্যে ফের নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন।’
ব্লিনকেন আরো বলেন, ‘পাল্টা আক্রমণের প্রথম দিকে রয়েছে ইউক্রেন। এটা কঠিন বিষয়।’ ‘এটা পরের সপ্তাহ বা তার পরের সপ্তাহের কাজ নয়। আমার মনে হয় আরো বেশ কয়েক মাস লাগবে।’
ব্লিনকেনের প্রত্যাশা নিজেদের ভূখণ্ড থেকে রাশিয়াক বিতাড়িত করতে ইউক্রেনের খুব একটা সময় লাগবে না।
যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, পাল্টা প্রতিরোধে প্রত্যাশার চেয়েও ধীর গতিতে আগাচ্ছে তার দেশের সেনারা।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল