ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছে চীন। ক্রিমিয়ার সেতুতে হামলার পর বেইজিং ইউক্রেনের রাজনৈতিক সমাধানের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।
বেইজিংভিত্তিক গ্লোবাল টাইমসের মতে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের জন্য সব পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ বলে তার বিশ্বাস। প্রাসঙ্গিক পক্ষের উচিত বেসামরিক স্থাপনা ও বস্তুতে হামলা করা থেকে বিরত থাকা। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা রক্ষা করা এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা।
বেইজিং গত সোমবার ক্রিমিয়া সেতুতে হামলার প্রতিক্রিয়া জানায়। সেতুটি রাশিয়াকে ক্রিমিয়ান উপদ্বীপের সাথে সংযুক্ত করে। এই ঘটনার ফলে দুইজন প্রাণ হারায় এবং একজন শিশু আহত হয়। রাশিয়ান কর্মকর্তাদের মতে, সেতুতে বিস্ফোরণে দুইজন নিহত এবং একজন আহত হয়। যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেতুতে বিস্ফোরণের ‘উপযুক্ত জবাব’ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেন।
বিডিপ্রতিদিন/কবিরুল