চীনের রক্তচক্ষু উপেক্ষা করেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই। চীন এই সফরের তীব্র নিন্দা জানিয়েছে। তাইওয়ানের অনেক কর্মকর্তাও আশঙ্কা করছে, এই সফর চীনের সাথে উত্তেজনা আরো বাড়িয়ে দিতে পারে।
জানুয়ারি মাসের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়বেন লাই। প্যারাগুয়ে সফরের ট্রানজিট হিসেবে যুক্তরাষ্ট্রে পা রাখবেন এই তাইওয়ানিজ নেতা।
আজ শনিবার তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের লাই বলেছেন, তিনি এই সফরে প্রথমে নিউইয়র্কে যাবেন।
এই নেতা জানিয়েছেন, তিনি প্যারাগুয়েতে কেবল সম্পর্ক জোরদার করতে যাচ্ছেন না। এটা তাইওয়ানের আত্মবিশ্বাস প্রকাশের একটা উপায়। তার মতে বিশ্ববাসীর জানা উচিত যে তাইওয়ান গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল।
তাইপে ও ওয়াশিংটন বলেছে, এই ট্রানজিট একটা রুটিনমাফিক কাজ এতে জীনের উস্কানিমূলক ব্যবস্থা নেওয়ার কিছু নেই। তবে চীন বলছে, যুক্তরাষ্ট্র চীনের সার্বভৌমত্বে আঘাত হানছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল