বোমা হামলার হুমকি পেয়ে নিরাপত্তাজনিত কারণে তড়িঘড়ি করে খালি করা হয়েছে ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার।
আজ শনিবার দেশটির সবচেয়ে প্রতীকী দর্শনীয় এই স্থাপনায় বোমা হামলার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের কিছুক্ষণ পর আইফেল টাওয়ারের নিচের তিনটি তলা থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়।
স্থাপনাটি পরিচালনাকারী সংস্থা এসইটিই বলেছে, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পাশাপাশি পুলিশ এক তলায় অবস্থিত একটি রেস্তোঁরাসহ পুরো এলাকাটি তল্লাশি করেছে।
একজন মুখপাত্র এএফপিকে বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে এটি একটি স্বাভাবিক পদ্ধতি। তবে এমন ঘটনা খুবই বিরল।’
বিখ্যাত এই টাওয়ারটির নির্মাণ কাজ ১৮৮৭ সালের জানুয়ারিতে শুরু হয় এবং ৩১ মার্চ, ১৮৮৯ সালে তা শেষ হয়। ১৮৯৯ সালের বিশ্ব মেলার সময় স্থাপনাটি দেখতে এসেছিল ২০ লাখ মানুষ। ২০২২ সালে শুধু আইফেল টাওয়ার দেখতে প্রায় ৬২ লাখ দর্শনার্থী এসেছিল।
সূত্র : এএফপি, রয়টার্স
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ