ফিলিস্তিনে সৌদি আরবের প্রথম রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। আল জাজিরার খবর বলছে, সৌদি আরব ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক গড়ার কথা ভাবছে। এই পরিস্থিতিতে সৌদি আরবের রাষ্ট্রদূতকে সাদরে বরণ করে নিল ফিলিস্তিন কর্তৃপক্ষ।
খবর অনুসারে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল খালিদি সৌদি রাষ্ট্রদূত নায়েফ আল সুদাইরির রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার খবর অনুসারে, রাষ্ট্রদূত নায়েফ আল সুদাইরি জর্ডানের অনাবাসিক দূত। তিনি জর্ডানে নিযুক্ত সৌদি আরবের বর্তমান রাষ্ট্রদূতও। তবে এখন জর্ডানের পাশাপাশি তিনি জেরুজালেমের ‘কাউন্সিল জেনারেল’ হিসেবেও দায়িত্ব পালন করবেন।
ফিলিস্তিনি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা এ প্রসঙ্গে বলেন, ‘সৌদি আরবের এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা দুই বলিষ্ঠ ভ্রাতৃত্বপূর্ণ দেশের সম্পর্ক আরও বৃদ্ধি করবে। সৌদি আরব এবং ফিলিস্তিন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ এবং দুই দেশের জনগণ একে অপরের ভাই।’বিডিপ্রতিদিন/কবিরুল