ভারতের হিমাচল প্রদেশে ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যা-ভূমিধসে ১৬ জন প্রাণ হারিয়েছেন। আকস্মিক ওই বৃষ্টির জেরে কয়েকটি বাড়ি বাড়ি ও গোয়ালঘর ভেসে গেছে। আজ সোমবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
একইদিন হিমাচল প্রদেশের প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ডের দেরাদুনে প্রবল বৃষ্টির মধ্যে ভারতীয় সামরিক বাহিনীর প্রতিরক্ষা কলেজের একটি ভবন ধসে পড়েছে। প্রবল বৃষ্টিতে ধসে পড়া ভবনটির ভিডিও চিত্র বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এনডিটিভির ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নদীর তীরে অবস্থিত কলেজ ভবনের একটি অংশ মুহূর্তেই ভেঙে পড়ে নদীর পানিতে।-এনডিটিভি
বিডি প্রতিদিন/আরাফাত