পাকিস্তান সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী’ বলা দেশটির নারী আইনজীবী ইমান মাজারি হাজিরকে জামিন দিয়েছে আদালত। তাকে সন্ত্রাসবাদের অপরাধে গ্রেফতার করা হয়েছিল।
২০ আগস্ট মধ্যরাতে নিজের বাসা থেকে ইমান জয়নব মাজারি হাজিরকে গ্রেফতার করেছিল সাদা পোশাকের পুলিশ সদস্যরা। সেনাবাহিনীর প্রকাশ্য সমালোচনা করার পর তাকে গ্রেফতার করা হয়।
তাকে গ্রেফতার করায় পাকিস্তান জুড়ে সমালোচনার ঝড় ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একটি র্যালিতে ভাষণ দেওয়ার সময় সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেন মাজারি। তিনি বলেছিলেন, ‘আপনাদের থামিয়ে দেওয়া হবে। যদি আপনি সন্ত্রাসী হন তবে সত্যিকারের সন্ত্রাসীরা পাকিস্তান সেনাবাহিনীর সদরদফতরে বসে আছে।’
এই ঘটনার পরই কোনো রকম গ্রেফতারি পরোয়ান প্রদর্শন করা ছাড়াই বাসা থেকে মাজারিকে গ্রেফতার করা হয়। তার পরিবারের দাবি, নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাজারিকে রাতে পোশাক পরিবর্তন করার সুযোগও দেয়নি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল