চীনে অবশেষে বিদেশি পর্যটকদের জন্য বাধ্যতামূলক করোনা টেস্ট বিধি শিথিল করা হয়েছে। জানা গেছে, করোনা মহামারির প্রায় সাড়ে তিন বছরেরও বেশি সময় পর এই বিধি তুলে নিল চীন। তাই এখন থেকে কোনো বিদেশি পর্যটককে চীনের বিমানবন্দরে নামার পর আর করোনা টেস্ট করতে হবে না।
সোমবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। বুধবার থেকে এ পদক্ষেপ কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও বিবৃতি আকারে প্রকাশ করা হয়েছে এ তথ্য।
এছাড়া মহামারির সময় দেশীয় পর্যটকদের যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও জাপানে দলগত ভ্রমণ বিষয়ক যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তাও তুলে নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে। সূত্র : এপি নিউজ।
বিডি-প্রতিদিন/শফিক