চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের হাতে তুলে দিতে যাওয়া নতুন এসব ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৩০০ কিলোমিটার পর্যন্ত।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভের চলমান পাল্টা আক্রমণে সাহায্য করার জন্য ইউক্রেনকে উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছেন।
ইউক্রেনকে উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি সম্পর্কে জানেন এমন মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, সহায়তার অংশ হিসেবে ইউক্রেন কিছু এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে, যার রেঞ্জ ৩০০ কিলোমিটার (১৯০ মাইল)।
এই ধরনের ক্ষেপণাস্ত্র যুদ্ধের ফ্রন্ট লাইনের অনেক গভীরে রাশিয়ান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ইউক্রেনকে সক্ষমতা দেবে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম