২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০৬

ইউক্রেনের দাবি নস্যাৎ, বেঁচে আছেন সেই রুশ কমান্ডার

অনলাইন ডেস্ক

ইউক্রেনের দাবি নস্যাৎ, বেঁচে আছেন সেই রুশ কমান্ডার

হামলায় কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরের কমান্ডার ভিক্টর সোকোলভসহ ৩৪ জন নিহত হয়েছে বলে করেছিল ইউক্রেন। ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স এই দাবি করে। তবে ইউক্রেনীয় দাবি করে নস্যাৎ করে রাশিয়া জানিয়েছে, বেঁচে আছেন কমান্ডার ভিক্টর সোকোলভ।

ইউক্রেনের দাবি একদিনের মাথায় মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ভিডিও কনফারেন্সে সোকোলভের সঙ্গে আলোচনার ভিডিও প্রকাশ করে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে- ভিক্টর সোকোলভ প্রতিরক্ষামন্ত্রীর সাথে একটি ভিডিও লিঙ্কে উপস্থিত হয়েছেন। তবে এটি কখন ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। অবশ্য রুশ প্রতিরক্ষা দফতর জানিয়েছে- মঙ্গলবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোয়েগুকে মস্কোর একটি সম্মেলন কক্ষে আট মিনিটের ওই ভিডিওতে সিনিয়র কর্মকর্তাদের সাথে কথা বলতে দেখা যায়। সূত্র: বিবিসি, সিএনএন, রয়টার্স, আল জাজিরা

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর