ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত মঙ্গলবার চতুর্থ দিনের মতো চলছে। ইসরায়েলের সশস্ত্র বাহিনী দেশটিতে ঢুকে পড়া হামাস সদস্যদের হটিয়ে গাজার সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার আশপাশের সব এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে।
গাজা উপত্যকা সম্পূর্ণরূপে অবরুদ্ধ করার ঘোষণা দিয়ে ইসরায়েল বলেছে, সেখানে গ্যাস, পানি, বিদ্যুৎ, খাবার কিছুই যেতে দেওয়া হবে না।
আল জাজিরার খবর অনুসারে, গাজা উপত্যকায় ব্যাপক বোমা বর্ষণ করছে। এই পরিস্থিতিতে ব্যাপক সংখ্যক বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে দেড় শতাধিক শিশুসহ ৭০০ এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এই অবস্থায় হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের গাজা উপত্যকা ছেড়ে মিশরে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেন, ‘রাফাহ ক্রসিং এখনও খোলা আছে। বিদেশি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, যে কেউ বের হতে পারে, আমি তাদেরকে গাজা ত্যাগ করার পরামর্শ দেব।
বিডিপ্রতিদিন/কবিরুল