১৮ অক্টোবর, ২০২৩ ১৪:৫৭

গাজায় গণহত্যা, আজ রাষ্ট্রীয় শোক পালন করছে ইরান

অনলাইন ডেস্ক

গাজায় গণহত্যা, আজ রাষ্ট্রীয় শোক পালন করছে ইরান

গাজার হাসপাতালে বোমা হামলায় আহত পাঁচ শতাধিক। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল আহলি হাসপাতালে ভয়াবহ বোমা হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইরান। একইসঙ্গে হাসপাতালে শত শত মানুষের এই হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে কঠোর নিন্দাও জানিয়েছে দেশটি।

আর এই গণহত্যার প্রতিবাদে আজ বুধবার রাষ্ট্রীয় শোক পালন করছে ইরান।

জানা গেছে, গাজার আল-আহলি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, মার্কিন ও ইসরায়েলি বোমার আগুন শিগগিরই ইহুদিবাদীদের গ্রাস করবে।

উল্লেখ্য, গাজা উপত্যকার ওই হাসপাতালে মঙ্গলবার ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় একসঙ্গে পাঁচ শতাধিক বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া, বহু মানুষ আহত হওয়ার পাশাপাশি অসংখ্য লোক ধ্বংস্তুপের নিচে পড়ে রয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: পার্সটুডে

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর