গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১ হাজার ৬৬১ জন শিশু।
মুখপাত্র আশরাফ আল-কিদরা জানিয়েছেন, আরও ১৩ হাজার ১৬২ জন আহত হয়েছেন।
গাজায় বিদ্যুৎ, ওষুধ, সরঞ্জাম ও কর্মীর অভাবে হাসপাতালগুলো ধসে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর।৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে ওই দিনই ফিলিস্তিনের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। তখন থেকে ইসরায়েলি বিমানবাহিনী গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে যাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল