১২ নভেম্বর, ২০২৩ ২৩:১৯

সৌদি থেকে ফিরে গাজা প্রসঙ্গে যা বললেন ইরানের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

সৌদি থেকে ফিরে গাজা প্রসঙ্গে যা বললেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসরায়েলকে ‘দখলদার’ উল্লেখ করে বলেছেন, ফিলিস্তিন নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট। সৌদি আরবের রিয়াদ থেকে দেশে ফিরে রবিবার তিনি এই মন্তব্য করেন। 

তার সফরের বিশদ বিবরণ দিয়ে প্রেসিডেন্ট রাইসি বলেন, রিয়াদের বৈঠকে তিনি ইরানি জাতি এবং বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের অধিকারের জন্য রাস্তায় বিক্ষোভকারী জনগণের কণ্ঠস্বর হওয়ার চেষ্টা করেছিলেন। 

ইহুদিবাদী শাসনকে ‘ভুয়া ও দখলদার’ আখ্যায়িত করে প্রেসিডেন্ট বলেন, যদি দখলদারিত্ব ৭৫ বছরও স্থায়ী হয়, তবুও ইহুদিবাদী শাসন ন্যায্যতা তৈরি করবে না।  

তিনি বলেন, ইরান গাজায় ইহুদি ইসরায়েলের চলমান অপরাধ ও গণহত্যার দিকগুলি স্পষ্ট করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘প্রধান অপরাধী’ হিসাবে পরিচয় করিয়ে দিয়েছে। কারণ,  যুক্তরাষ্ট্র গাজায় আরও ফিলিস্তিনি শিশু ও নারীদের হত্যা করার জন্য ইসরায়েল সরকারকে সমর্থন করেছে।

রাইসি বলেন, রিয়াদ বৈঠকে গাজা সংকট মোকাবিলায় ইসলামি প্রজাতন্ত্র ইরান ১০টি প্রস্তাব উপস্থাপন করেছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর