১২ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:২৩

নির্বাচন সামনে রেখে সেই টিকটকেই যোগ দিলেন বাইডেন

অনলাইন ডেস্ক

নির্বাচন সামনে রেখে সেই টিকটকেই যোগ দিলেন বাইডেন

চীনা ক্ষুদে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ করার নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলাপ আলোচনা কম হয়নি। অ্যাপটির বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য চুরির মতো নানা অভিযোগ বিভিন্ন সময়ে এনেছে মার্কিন রাজনীতিবিদরা।

তবে আসন্ন নির্বাচন সামনে রেখে প্রচারণার হাতিয়ার হিসেবে কাজে লাগাতে সেই টিকটকেই আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রবিবার ২৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্টের মাধ্যমে টিকটকে আত্মপ্রকাশ করেন বাইডেন। নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা প্রথম ভিডিওতে বাইডেন রাজনীতি ও এনএফএল চ্যাম্পিয়নশিপ খেলার মতো বিষয় নিয়ে রসিকতা করেছেন।

চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকার নিরাপত্তার কারণে সরকারি ডিভাইসে টিকটক অ্যাপ নিষিদ্ধ করেছে।


সূত্র: সিএনবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর