১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ২১:৪৪

গাজায় ‘আগ্রাসন’ বন্ধ না হলে ইসরায়েল সীমান্তে সংঘাত বন্ধ হবে না: হুঁশিয়ারি নাসরুল্লাহর

অনলাইন ডেস্ক

গাজায় ‘আগ্রাসন’ বন্ধ না হলে ইসরায়েল সীমান্তে সংঘাত বন্ধ হবে না: হুঁশিয়ারি নাসরুল্লাহর

হাসান নাসরুল্লাহ

 লেবাননের হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ টেলিভিশনে ভাষণ দিয়েছেন। তিনি বলেন, গাজায় ইসরায়েলি ‘আগ্রাসন’ বন্ধ হলে কেবল লেবানন-ইসরায়েল সীমান্তে শত্রুতা বন্ধ হবে।

ভাষণে তিনি ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের আরও বাস্তুচ্যুত করার হুমকি দিয়েছেন। হুঁশিয়ারি উচ্চারণ করে নাসরুল্লাহ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী যদি যুদ্ধ বিস্তৃত করে, তাহলে হিজবুল্লাহও একই কাজ করবে।

তিনি বলেন, যেসব পশ্চিমা প্রতিনিধি দল সম্প্রতি লেবানন সফর করেছে, তাদের একটাই উদ্দেশ্য- ইসরায়েলের নিরাপত্তার নিশ্চয়তা আদায় করা। তাদের উদ্দেশ্যে যাতে- এক লাখ বসতি স্থাপনকারী তাদের বাড়ি ফিরতে পারে।

হিজবুল্লাহ প্রধান দাবি করেন, প্রতিনিধিরা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন না, বরং ইসরায়েলের প্রস্তাব উপস্থাপন করছেন এবং আশা করছেন হিজবুল্লাহ সেগুলো গ্রহণ করবে। তিনি বলেন, হিজবুল্লাহকে নিশ্চয়তা দিতে বলা হয়েছে এবং এর বিনিময়ে প্রতিনিধিরা আমাদের নিশ্চয়তা দেবে না। সীমান্তে দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েল সরে যাবে না।

তিনি বলেন, লেবানন শক্ত অবস্থানে রয়েছে এবং ইসরায়েল চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর