রাশিয়ায় বিরোধী দলের নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি মারা গেছেন। কারাগারে তার মৃত্যু হয়েছে বলে রুশ কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে।
নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো তাকে। ২০২১ সাল থেকে নাভালনি কারাবন্দী।
নাভালনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউরোপীয় রাজনীতিবিদরা। ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়ার কাছ থেকে আসা খবরে তিনি দুঃখিত ও বিচলিত।
অন্যদিকে নাভালনির মৃত্যু ‘ভয়ানক সংবাদ' বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
জার্মান চ্যান্সেলার ওলাফ শলৎস বলেন, এই অ্যাক্টিভিস্ট জীবন দিয়ে তার সাহসিকতার মূল্য দিয়েছেন।
চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জ্যান লিপাভস্কি পুতিনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ‘কারাবন্দি ও নির্যাতনের শিকার’ নাভালনির স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
লাটভিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ক্রিজানিস কারিনস বলেছেন, এই খবরে তিনি ‘গভীরভাবে মর্মাহত’ ।ৎ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জার্মানিতে অবস্থান করছেন। সেখানে তিনি বলেন, নাভালনির মৃত্যুর পেছনে ভ্লাদিমির পুতিনের হাত সরাসরি জড়িত।
বিডিপ্রতিদিন/কবিরুল