লোহিত সাগর ও এডেন উপসাগরে রাশিয়া ও চীনের জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে হুতিরা। ব্লুমবার্গের খবরে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
ইয়েমেনি গোষ্ঠীটির আলোচনার বিষয়ে অবগত বেশ কয়েকজনের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ওমানে চীন ও রাশিয়ার কূটনীতিক এবং হুতিদের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আবদুস সালামের মধ্যে আলোচনা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিনিময়ে দুই দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো সংস্থায় হুতিদের রাজনৈতিক সমর্থন দিতে পারে।
তবে এ প্রতিবেদনের বিষয়ে চীন, রাশিয়া বা হুতিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের মিত্রদের চাপে ফেলার উপায় হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগর অঞ্চলে জাহাজগুলোকে টার্গেট করে আসা ইয়েমেনের হুতিরা ভারত মহাসাগর অঞ্চলে জাহাজের বিরুদ্ধে তাদের অভিযান সম্প্রসারণের হুমকি দিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল