মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির লক্ষ্যে কাতারে চলমান আলোচনায় ‘ব্যবধান কমে আসছে'।
কায়রোতে এক সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র দোহায় একটি চুক্তির জন্য চাপ অব্যাহত রেখেছে। চুক্তিতে পৌঁছানো কঠিন, তবে আমি বিশ্বাস করি এটি এখনও সম্ভব।
কায়রোতে ফিলিস্তিনি কর্মকর্তাসহ আরব মন্ত্রীরা গাজার বর্তমান পরিস্থিতি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের মাধ্যমে একটি রাজনৈতিক নিষ্পত্তিসহ যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা সম্পর্কে ব্লিঙ্কেনকে তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবহিত করেন।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গাজা-ইসরায়েল যুদ্ধ শুরুর পর এ নিয়ে ৬ষ্ঠ দফায় মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিঙ্কেন।
কায়রো আলোচনায় মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের একজন শীর্ষ কর্মকর্তার সাথে একত্রিত হন ব্লিঙ্কেন।
আরব মন্ত্রীরা যৌথ এক বিবৃতিতে ‘একটি বিস্তৃত এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে। এই প্রস্তাব ইসরায়েলি জিম্মি মুক্তির সাথে যুক্ত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
বিডিপ্রতিদিন/কবিরুল