রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে অন্তত পাঁচজন বন্দুকধারী ছদ্মবেশে প্রবেশ করে হামলা চালিয়েছে। তারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এ হামলা চালায়। হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০০ জন।
রাশিয়ার সংবাদ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, পাঁচজনের একটি দল এই হামলায় জড়িত। তারা ক্রোকাস কনসার্ট হলে গুলি চালিয়েছে এবং বিস্ফোরণ ঘটিয়েছে। তারা ছদ্মবেশ ধারণ করে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলা চালায়।
রুশ বার্তা সংস্থা বলছে, অন্তত ৫০ জন অ্যাম্বুলেন্সের ক্রু ঘটনাস্থলে হাজির হয়েছেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে আগুন জ্বলছে এবং ভেন্যুর উপরে কালো ধোঁয়া উড়ছে।
প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এমন সময় এ হামলার ঘটনা ঘটলো যে সময় দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নতুন করে ছয় বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন।
তথ্য সূত্র- রয়টার্স।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ